Sunday, 23 April 2017

আসুন আমরাও এক হতভাগ্য বিধবা ভদ্র-মহিলার পাশে একটু দাঁড়াই

 মাইনুল এইচ সিরাজীEnayet Ullah JishenArina SultanaMohammad Rayhan Uddin George বড় ভাই ,বড় আপু ও স্যারসহ এই সহায়সম্বলহীন মহিলা মানুষটার সাহায্য পাশে এসে দাঁড়িয়ে,মানবতার হাত বাড়িয়ে সবাইকে পাশে থাকার আহব্বানে- আসুন হতভাগ্য বিধবা ভদ্র-মহিলার পাশে।মনে রাখবেন-আজও দুনিয়া থেকে মানবতা শেষ হয়ে যায়নি!
এখন যে হতভাগ্য বিধবা ভদ্রমহিলার কথা বলছি তাঁর এক ছেলে মৃত, ছোট ছেলে অসুস্থ। দুই মেয়ের একজন স্বামী-পরিত্যক্তা, অন্য মেয়ের সহযোগিতায় কোনোমতে সংসার চলে। কিন্তু প্রতি সপ্তায় ২৫ হাজার টাকা কিস্তি দিতে পারেন না। আর তাই সেদিন তিনি আত্মহননের উপায় বেছে নিয়েছিলেন। পাড়া-প্রতিবেশীরা তাঁকে বাঁচিয়েছে।
আমরা ক্ষুদ্রঋণচক্রের বিরুদ্ধে কথা বলব। কিন্তু তার আগে দরকার এই ভদ্রমহিলাকে বাঁচানো।
স্বামী স্বনামধন্য ব্যবসায়ী ছিলেন। ভাই আর ছেলের চিকিৎসা করাতে গিয়ে হারিয়েছেন সব। মৃত্যুর সময় তাঁর ১০ লাখ টাকা ঋণ ছিল। ভদ্রমহিলা সেটা পরিশোধ করতে গিয়ে ক্ষুদ্রঋণের জালে জড়ান। ঋণ বেড়ে হয় ১৫ লাখ টাকা। ছোট মেয়ে পাশে দাঁড়ানোতে কিছুটা অবলম্বন পান তিনি। কিন্তু ছোট মেয়েরও সীমাবদ্ধতা আছে। বর্তমানে তাঁর ঋণের পরিমাণ ৬ লাখ। প্রতি মঙ্গলবার পরিশোধ করতে হয় ২৫ হাজার টাকা করে। অথচ তাঁর হাত শূন্য। সামনের মঙ্গলবারের আতঙ্কে তিনি তাই আত্মহত্যা করতে বসেছিলেন।
আমি-আপনি তো অনেক ভালো আছি। এই আমরা মাত্র ২৫০ জন মিলে সপ্তাহে ১০০ টাকা করে দিলে এই সম্ভান্ত ভদ্রমহিলা বেঁচে যান, গ্লানিমুক্ত হন। আসুন না আমরা দৈনিক মাত্র এক কাপ চায়ের টাকাটা উনার জন্য পাঠিয়ে দিই।
সম্ভ্রান্ত, শিক্ষিত মহিলা তিনি। হাত পাততে চান না। চান না নাম প্রকাশ করতেও। তবু আমরা তাঁর প্রতিবেশীরা হাত পাতছি। আমরা নিশ্চয়ই পারব সপ্তায় ২৫ হাজার করে মোট ৬ লাখ টাকা জোগাড় করে দিতে।
আমাদের চ্যালেঞ্জ প্রতি মঙ্গলবারের আগে ২৫ হাজার টাকা পাঠানো৷ ২৫০ গুন ১০০৷ নিশ্চয়ই সম্ভব৷


যোগাযোগ ও সাহায্য পাঠানোর নম্বর: ০১৮৩৬০২৫৬৯৭ (বিকাশ)৷

Saturday, 14 January 2017

সুইডিস দশের ভিতর দুই-তো চলুন দেখি

বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট (ইংরেজিBangladesh Sweden Polytechnic Instituteপার্বত্য চট্টগ্রামের রাঙামাটি জেলারকাপ্তাই উপজেলার কাপ্তাই হ্রদের তীরে অবস্থিত। এটি বাংলাদেশের একটি পুরাতন পলিটেকনিক ইনস্টিটিউটের মধ্যে অন্যতম। ১৯৬০ সালে এটির নির্মান কাজ শুরু হয়। তৎকালীন পাকিস্তান সরকার ও সুইডিশ সরকারের যৌথ উদযোগে সুইডিশ-পাকিস্তান ইনস্টিটিউট অব টেকনোলজি নামে প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয়। ১৯৭০ সালে সুইডিশ সরকারের চুক্তির মেয়াদ শেষ হয়ে গেলে, পরবর্তীকালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এটি বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট নামকরণ করা হয়। স্বতন্ত্র শৈলীর রাজনীতিমুক্ত ইনস্টিটিউট হিসেবে সারা দেশে এর সুনাম রয়েছে।
সুইডিস 

,

চলুন আগে এক নজরে সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট গুলো দেখে নেই

নংইনস্টিটিউটের নামস্থানজেলাস্থাপিত তারিখ
ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটতেজগাঁও শিল্প এলাকাঢাকা১৯৫৫
ঢাকা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটঢাকা
ময়মনসিংহ পলিটেকনিক ইন্সটিটিউটময়মনসিংহ
ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউটফরিদপুর
টাংগাইল পলিটেকনিক ইনস্টিটিউটটাংগাইল
চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটনাসিরাবাদচট্টগ্রাম১৯৬২
কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটকুমিল্লা কোটবাড়িকুমিল্লা১৯৬২
ফেনী পলিটেকনিক ইনস্টিটিউটহাসপাতাল রোডফেনী২৯ শে ফেব্রুয়ারী ১৯৬৪
বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটকাপ্তাই উপজেলাচট্টগ্রাম১৯৬৩
১০রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটরাজশাহী
১১বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটবগুড়া
১২পাবনা পলিটেকনিক ইনস্টিটিউটগাংকোলাপাবনা১৯৫৫
১৩রংপুর পলিটেকনিক ইনস্টিটিউটরংপুর
১৪দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটদিনাজপুর
১৫খুলনা পলিটেকনিক ইনস্টিটিউটখুলনা
১৬যশোর পলিটেকনিক ইনস্টিটিউটযশোর১৯৬৪
১৭কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটকুষ্টিয়া
১৮বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটআলেকান্দাবরিশাল১৯৬২
১৯পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউটপটুয়াখালী সদরপটুয়াখালি১৯৮৯
২০সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটসিলেট
২১গ্রাফিক আর্টস ইনস্টিটিউটঢাকা১৯৬৭
২২ইনস্টিটিউট অব গ্লাস এন্ড সিরামিক[[]]
২৩বাংলাদেশ সার্ভে ইনস্টিটিউটকুমিল্লা
২৪চট্টগ্রাম মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটচট্টগ্রাম
২৫ফেনী কম্পিউটার ইনস্টিটিউটফেনী
২৬কুড়িগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটকুড়িগ্রাম
২৭নওগাঁ পলিটেকনিক ইনস্টিটিউটনওগাঁ
২৮ঠাকুরগাঁও পলিটেকনিক ইনস্টিটিউটঠাকুরগাঁও
২৯সাতক্ষীরা পলিটেকনিক ইনস্টিটিউটসাতক্ষীরা
৩০ঝিনাইদহ পলিটেকনিক ইনস্টিটিউটঝিনাইদহ
৩১সিরাজগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটসিরাজগঞ্জ
৩২ভোলা পলিটেকনিক ইনস্টিটিউটভোলা
৩৩বরগুনা পলিটেকনিক ইনস্টিটিউটবরগুনা
৩৪নরসিংদী পলিটেকনিক ইনস্টিটিউটনরসিংদী
৩৫মাগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটমাগুড়া
৩৬খুলনা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটখুলনা
৩৭রাজশাহী মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটরাজশাহী
৩৮চাঁদপুর পলিটেকনিক ইনস্টিটিউটকালিয়াপাড়া-কচুয়া রোড়চাঁদপুর২০০৫
৩৯শরীয়তপুর পলিটেকনিক ইনস্টিটিউটশরীয়তপুর
৪০ব্রাহ্মনবাড়ীয়া পলিটেকনিক ইনস্টিটিউটব্রাহ্মনবাড়ীয়া
৪১হবিগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটহবিগঞ্জ
৪২শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটশেরপুর
৪৩কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটকক্সবাজার
৪৪গোপালগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটগোপালগঞ্জ
৪৫লক্ষীপুর পলিটেকনিক ইনস্টিটিউটলক্ষীপুর
৪৬মুন্সিগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটমুন্সিগঞ্জ
৪৭চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটবারঘরিয়া বাজারচাঁপাইনবাবগঞ্জ২০০৬
৪৮কিশোরগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটকিশোরগঞ্জ
৪৯মৌলভীবাজার পলিটেকনিক ইনস্টিটিউটশমসের নগর রোড, মাথারকাপনমৌলভীবাজার২০১০

Top ten Diploma institute in Bangladesh

নংইনস্টিটিউটের নামস্থানজেলাস্থাপিত তারিখ
ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটতেজগাঁও শিল্প এলাকাঢাকা১৯৫৫
2বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটকাপ্তাই উপজেলাচট্টগ্রাম১৯৬৩
3ঢাকা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটঢাকা
4রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটরাজশাহী
5Bangladesh Institute of Marine TechnologyNarayanganj
6কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটকুষ্টিয়া
7সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটসিলেট
8চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটনাসিরাবাদচট্টগ্রাম১৯৬২
9Nazipur Institute of Engineering TechnologyNazipur
10বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটবগুড়া