জনম দিল যেই জন সেই কী আমার মা ?
মা যদি তুমি জন্ম দিয়ে আময় ফেলে যেতে,
বুঝতে-তখন-বুঝতে তোমার ছেলে পাগল হয়ে
খুঁজতো তোমারে,
তখন মাগো তোমায় খুঁজতে যেতাম শত মায়ের কাছে।
বুঝতে-তখন-বুঝতে তোমার ছেলে পাগল হয়ে
খুঁজতো তোমারে,
তখন মাগো তোমায় খুঁজতে যেতাম শত মায়ের কাছে।
যখন তোমায় দেখা পেতাম পিছন গিয়ে
চোখটি ধরতাম,
বলতাম বল তো কে?
তোমার কাছে আসছে ওগো ফিরে।
তুমি কি বলতে না! আমার "দিবু" আয় রে
আমার কোলে।
তখনো যদি না চিনতে মাগো ! খুঁজতে যেতাম
আরো হাজার মায়ের কাছে। যদি কোথাও
দেখতাম মাগো একা বসা ক্ষান্তবুড়ি,
এক লাফিয়ে মুসকি হেসে উঠতাম কোলে
বসি।
যদি তুমি না চিনার ভানটি করে রাঙ্গা
চোখে মুখ ফিরিয়ে !
বলতাম মা-গো আমি তোমার "দিবু" আসছি
ওগো ফিরে।
তুমি তখন মুসকি হেসে জড়িয়ে চুমু খেতে
মোরে ছল ছলিয়ে পড়তো মাগো চোখের জল মোর কপোলে।
মাথা আমার কোলে রেখে চুল নাড়িয়ে
বলতে তখন দূর-পাগলা' কে বলেছে?
জনম দিয়ে ছেড়ে যাবো আমি তোরে ।
মা তখন কাছে টেনে আর
চোখটি ধরতাম,
বলতাম বল তো কে?
তোমার কাছে আসছে ওগো ফিরে।
তুমি কি বলতে না! আমার "দিবু" আয় রে
আমার কোলে।
তখনো যদি না চিনতে মাগো ! খুঁজতে যেতাম
আরো হাজার মায়ের কাছে। যদি কোথাও
দেখতাম মাগো একা বসা ক্ষান্তবুড়ি,
এক লাফিয়ে মুসকি হেসে উঠতাম কোলে
বসি।
যদি তুমি না চিনার ভানটি করে রাঙ্গা
চোখে মুখ ফিরিয়ে !
বলতাম মা-গো আমি তোমার "দিবু" আসছি
ওগো ফিরে।
তুমি তখন মুসকি হেসে জড়িয়ে চুমু খেতে
মোরে ছল ছলিয়ে পড়তো মাগো চোখের জল মোর কপোলে।
মাথা আমার কোলে রেখে চুল নাড়িয়ে
বলতে তখন দূর-পাগলা' কে বলেছে?
![]() |
| Dibakor |
মা তখন কাছে টেনে আর
আদর করে আমায় বলছে ®
ভেবে দেখছো "দিবু" কত জনের মা কত যত্ন
আর সোহাগে,
বড় করে দেখালো এই সুন্দর ভূবনকে।
নিজে না খেয়ে মা খাওয়ালো সন্তানকে,
সেই মাকে সুখ শান্তিতে রেখেছিল কত জনে?
ভিঁজেতে নিজে শুয়ে সন্তানকে শোঁয়ালো
সুখনোতে,
আদর করে ঘুম পারাইল তাহার বুকের মাঝে।
সন্তানের কিছু হলে মায়ের দু-চোখ অশ্রুভরে,
তাহার কামনা কবে যাবে দুঃখ ঘুচিয়া সর্বে
।
সেই মা কত দুঃখ বেদনা সহ্য করে,
দাঁড়িয়ে দিল তোমায় নিজের পায়ে!
আজ সুখে শান্তিতে থেকেও ভাবেনা অনেক সন্তানি,
সুখে না দুঃখে আছে হতভাগা সেই 'মা' জননী
।
মায়ের কথায় চুপটি করে বসলাম মায়ের
কোলটি ঘেসে,
চুমু দিয়ে চোখের জল ফেলিয়ে বললাম ,চিন্তা কেন কর 'মা'-গো, মা
জাতিকে রক্ষা করতে আছে তো তোমার
ছেলে ।। (সমাপ্ত)
ভেবে দেখছো "দিবু" কত জনের মা কত যত্ন
আর সোহাগে,
বড় করে দেখালো এই সুন্দর ভূবনকে।
নিজে না খেয়ে মা খাওয়ালো সন্তানকে,
সেই মাকে সুখ শান্তিতে রেখেছিল কত জনে?
ভিঁজেতে নিজে শুয়ে সন্তানকে শোঁয়ালো
সুখনোতে,
আদর করে ঘুম পারাইল তাহার বুকের মাঝে।
সন্তানের কিছু হলে মায়ের দু-চোখ অশ্রুভরে,
তাহার কামনা কবে যাবে দুঃখ ঘুচিয়া সর্বে
।
সেই মা কত দুঃখ বেদনা সহ্য করে,
দাঁড়িয়ে দিল তোমায় নিজের পায়ে!
আজ সুখে শান্তিতে থেকেও ভাবেনা অনেক সন্তানি,
সুখে না দুঃখে আছে হতভাগা সেই 'মা' জননী
।
মায়ের কথায় চুপটি করে বসলাম মায়ের
কোলটি ঘেসে,
চুমু দিয়ে চোখের জল ফেলিয়ে বললাম ,চিন্তা কেন কর 'মা'-গো, মা
জাতিকে রক্ষা করতে আছে তো তোমার
ছেলে ।। (সমাপ্ত)




No comments:
Post a Comment