কেউ কাঁদছে, কেউ
হাঁসছে,,
কেউবা করছে অপরাধ।
আজি কেন এই ভূবনে,,
কেইবা নির্দোষে
বরব্বাদ।।
আশার জীবন,ধূলার
তরে,
মিশিয়েছে ওরা
নির্বিশেষে।
আজি শুধু দেখছে
মানুষ,
আসে না কেন দলে
দলে।।
ওদের
ভালোবাসাহীন,কঠোর
হৃদয়,
ভেঙ্গে করবো সূর্য
উদয়।
ধ্বংস করবো ওদের
লীলা,
আয় রে মানুষ আয় রে
তোরা।।
আজি চোখের জলে
ভাঁসছে ভুবন,
ফেলছে বোমা যখন
তখন।
ধর্ম-গোত্র-বর্ণ
নির্বিশেষে,
আয়-রে মানুষ দলে
দলে।।
কাঁদছে পৃথিবী,হাঁসছে
অমানুষ,
কেঁদে আত্নহাঁরা কিছু
মানুষ।
কাঁদবো মোরা ওদের
সাথে,
আয়-রে মানুষ ঘড়
বেরিয়ে।।
আজি মরবো মোরা যুদ্ধ
করে,
অকাল মৃত্যু না ঘটিয়ে।
গরবো মোরা এই পৃথিবী,
মানুষ নামের একটি
জাতি ।
লেখায়ঃদিবা


Best 8 Casinos in New York State 2021 - MapyRO
ReplyDeleteThe list 고양 출장안마 of casinos in 서산 출장안마 New York State includes four of the best new casinos 영천 출장마사지 in New York State, while the What are the best New York casinos?How safe are 공주 출장마사지 casino sites in New 안산 출장샵 York?